পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে ভারতের বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই তাই আত্মবিশ্বাসের চূড়ায় রয়েছে টাইগাররা।
এই সিরজ নিয়ে আত্মবিশ্বাস ঝরেছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠেও। ভারতের বিপক্ষে ভালো খেলে জয় তুলে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
তবে এ নিয়ে মোটেও ভাবছেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
আরও পড়ুন: ভারত সফরে বাংলাদেশের কোনো সম্ভাবনা দেখছেন না সৌরভ
বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে মঙ্গলবার চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করেন রোহিত। এসময় সাংবাদিকরা শান্তর সিরিজ জয়ের ইচ্ছার প্রসঙ্গটি তার সামনে উত্থাপন করেন।
এ বিষয়ে রোহিতের জবাব, এর আগে ইংল্যান্ডও ভারতে এসে একই ইচ্ছাপ্রকাশ করেছিল। প্রতিপক্ষ দল কী বলল, তা নিয়ে চিন্তিত নয় টিম ইন্ডিয়া।
‘সব দলই ভারতকে হারাতে চায়। ভারতকে হারানোর মধ্যে আলাদা মজা আছে। তাদেরও (বাংলাদেশ) মজা নিতে দিন।’
তিনি বলেন, ‘আমাদের ফোকাস থাকবে ম্যাচ জেতায়। অন্য দল আমাদের নিয়ে কী বলল, তা আমাদের ভাবলে চলবে না।’
আরও পড়ুন: ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের
তবে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক। এমনকি, এই সিরিজটি নভেম্বরে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নয় বলেও পরিষ্কার করে দিয়েছেন তিনি।
‘বাংলাদেশ সিরিজ গুরুত্বপূর্ণ নয় বলছেন? অথচ আমরা যদি না জিতি, তখন দেখবেন কথা শুরু হয়ে যাবে- আমরা কীভাবে দ্বিপাক্ষিক সিরিজ হারলাম, কেন আমাদের হারা উচিত ছিল না ইত্যাদি।’
আরও পড়ুন: ভারত টেস্ট থেকে ছিটকে পড়লেন শরিফুল