ইউভেন্তুসে গত দুই মৌসুম একপ্রকার ব্রাত্য থাকার পর অবশেষে নিয়মিত খেলার সুযোগ করে নিলেন ইতালির তরুণ ফরোয়ার্ড ফেদেরিকো কিয়েসা। ইতালি থেকে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন তিনি।
মাত্র ১৫ মিলিয়ন (১২+৩) ইউরোরর বিনিময়ে প্রতিভাবান এই ফরোয়ার্ডকে দলে ভিড়েয়েছেন লিভারপুল কোচ আর্নে স্লট। চার বছরের জন্য অ্যানফিল্ডে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুই ক্লাবের পক্ষ থেকেই কিয়েসার দলবদলের খবর নিশ্চিত করা হয়েছে।
২০২০ সালে ফিওরেন্তিনা থেকে ধারে তুরিনের ক্লাবটিতে নাম লেখান কিয়েসা। এরপর দুর্দান্ত পারফর্ম করে ইউভেন্তুসের শুরুর একাদশে নিজের জায়গা পাকাপাকি করে ফেলেন তিনি, স্থায়ী দলবদলের মাধ্যমে সঙ্গে তুরিনেই থেকে যান ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। শুধু তাই নয়, প্রথম মৌসুমে দারুণ পারফর্ম করে সেরি আর মৌসুম সেরা দলে জায়গা করে নেন তিনি।
আরও পড়ুন: চেলসি ছেড়ে নাপোলিতে লুকাকু
তবে ২০২২ সালে হাঁটুতে গুরুতর চোট পেয়ে দশ মাসের জন্য মাঠের বাইরে চলে যান তিনি। এরপর মাঠে ফিরলেও নিজেকেই খুঁজে চলেছেন কিয়েসা। গত মৌসুমে ৩৭ ম্যাচে মাত্র ১০ গোল ও ৩ অ্যাসিস্ট করেন তিনি। এরপর নতুন মৌসুমে কোচ থিয়াতো মোত্তার অধীনে অনিশ্চিত হয়ে যায় তার মাঠে নামা। মৌসুমের প্রথম দুই ম্যাচে তাকে মাঠে নামাননি এই কোচ।
তবে কিয়েসা যে পরিকল্পনায় নেই, তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন মোত্তা। সে সময় থেকেই নতুন গন্তব্য খুঁজতে থাকে তার এজেন্ট। এক পর্যায়ে বার্সেলোনায় এই ফরোয়ার্ডকে অফার করা হয়। নিকো উইলিয়ামসকে দলে টানতে না পারায় স্বল্প খরচে এই ফরোয়ার্ডকে দলে টানার ভালো সম্ভাবনাও তৈরি হয় কাতালুনিয়ার ক্লাবটির। ব্লাউগ্রানার হয়ে খেলতে অপেক্ষাও করেছিলেন তিনি। তবে আর্থিক জটিলতার সমাধান করতে না পারায় অপেক্ষার প্রহর আর লম্বা করতে চাননি তিনি। লিভারপুলের প্রস্তাবেই রাজি হয়ে যান।
ইউভেন্তুসের জার্সিতে ১৩১ ম্যাচে ৩২ গোল করা কিয়েসা ইতালির জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৫১ ম্যাচ খেলেছেন, গোল করেছেন ৭টি। ২০২০ সালে ইতালির ইউরো জয়ে বড় অবদান ছিল এই তরুণের।
আরও পড়ুন: লা লিগায় ফিরলেন হামেস রদ্রিগেস