বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত দু’দিনব্যাপী 'বিজিএমইএ প্যাডেল কাপ ২০২৫' টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া উপস্থিত ছিলেন।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা প্যাডেল টেনিস গ্রাউন্ডে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিজিএমইএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।
এই প্রতিযোগিতায় বিজিএমইএ এর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা নতুন (বিগিনার) এবং অভিজ্ঞ (এডভান্সড), এই দুই ক্যাটাগরিতে অংশগ্রহন করেছেন। বিগিনার ক্যাটাগরিতে ১১টি টিম ও এডভান্সড ক্যাটাগরিতে ৮টি টিম, সর্বমোট ১৯টি টিম প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে।
বিজিএমইএ এর পরিচালকদের মধ্য থেকে শাহ রাঈদ চৌধুরী, নাফিস - উদ-দৌলা, জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, আসেফ কামাল পাশা, মোহাম্মদ সোহেল এবং সাকিফ আহমেদ সালাম খেলায় অংশগ্রহণ করেন।
উভয় ক্যাটাগরির ফাইনাল ম্যাচ শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি বিজিএমইএ এর এই উদ্যোগের ব্যাপক প্রশংসা করেন।
বিগিনার গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে 'সি' টিম; ফাহিম টেক্সটাইল মিলস লিঃ এর পরিচালক ফাহিম ফয়সাল ও পরিবার সদস্য আহনাফ আবতাহি আমিন।
অ্যাডভান্স গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ‘ই’ টিম, জালাল হ্যাটস অ্যান্ড অ্যাপারেলস লিঃ এর পরিবার সদস্য আহমেদ আল সালমান ও ভয়েজার অ্যাপারেলস লিঃ এর পরিবার সদস্য নাসাফ আহমেদ নাসির।
সমাপনী বক্তব্যে বিজিএমইএ পরিচালনা পর্ষদের সদস্য শাহ রাঈদ চৌধুরী বলেন, ‘আমরা আনন্দিত যে, আমাদের শিল্পখাতের সদস্যদের জন্য এই সফল টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি। সদস্যদের মধ্যে কর্মউদ্যম বাড়াতে এবং পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার অভিপ্রায় থেকে বিজিএমইএ এই প্যাডেল কাপ আয়োজন করেছে।’
বিজিএমইএ প্যাডেল কাপ ২০২৫ আয়োজনে স্পন্সর হিসেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক; কিট পার্টনার হিসেবে স্পোর্টসওয়্যার ব্র্যান্ড, দৌড়; কো-পার্টনার হিসবে বিকাশ এবং মিডিয়া কভারেজে টি- স্পোর্টস সহযোগিতা প্রদান করেছে।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— বিজিএমইএ-এর সহ-সভাপতি মোঃ রেজোয়ান সেলিম, বিজিএমইএ-এর পরিচালনা পর্ষদের সদস্য শাহ রাঈদ চৌধুরী, মোহাম্মদ আব্দুর রহিম, আসেফ কামাল পাশা, মোহাম্মদ সোহেল, সাকিফ আহমেদ সালাম, বিজিএমইএ এর স্পোর্টস কমিটির চেয়ারম্যান মোঃ সাজ্জাদ আলী খান ও কমিটির কো-চেয়ারম্যান এম ইশফাক আহসান।