বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল ২০২৩-২৪ আসরে শুক্রবার বিকালে বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাগতিক শেখ রাসেল কেসিকে ১-০ গোলে হারিয়েছে ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড।
দিনের জয়ের পরও ১০ দলের লিগে ঢাকা আবাহনী লিমিটেড ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এবং শেখ রাসেল কেসি ১৩ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে আধিপত্য বিস্তার করেছে এবং ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান এসসি ১২ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। যা ঢাকা আবাহনী লিমিটেডের চেয়ে এক ম্যাচ কম।
দিনের ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচের ৭৪ মিনিটে ধানমন্ডির দল আবাহনীর হয়ে ম্যাচ জয়সূচক গোলটি করেন (১-০) ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ব্রুনো গনকালভেস রোচা।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ নারী সাফ ফুটবলার সাগরিকার ঘর নির্মাণকাজের উদ্বোধন
পরে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।
শুক্রবার মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্ল লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে ফর্টিস ফুটবল ক্লাব ২-১ গোলে পুরান ঢাকার দল রহমতগঞ্জ এমএফএসকে হারিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে।
স্থানীয় ডিফেন্ডার রাশেদুল ইসলাম রাশেদ ২৬ মিনিটে ফর্টিস এফসিকে (১-০) গোলে এগিয়ে দেন এবং গাম্বিয়ান স্ট্রাইকার পা ওমর ৩৭ মিনিটে ফর্টিস এফসির ব্যবধান দ্বিগুণ করেন (২-০)।
৫০ মিনিটে পেনাল্টি থেকে রহমতগঞ্জ এমএফএসের হয়ে একমাত্র গোলটি করেন ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল মেনসাহ কোনি (২-১)
ম্যাচ শেষে ফর্টিস এফসি ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে এবং রহমতগঞ্জ এমএফএস ১৩ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে।