সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হতে যাওয়া বিপিএলের শেষ পর্বে দেখা যাবে এ ক্যারিবিয়ান ব্যাটিং দানবকে।
নিজেদের ১০ ম্যাচে সাত জয় নিয়ে শেষ চার নিশ্চিত করেছে চট্টগ্রাম। তবে তাদের সামনে লিগ পর্বে এখনো দুটি ম্যাচ রয়েছে।
আরো পড়ুন: বাংলাদেশকে সম্মান জানালেন ‘ইউনিভার্স বস’ গেইল
মঙ্গলবার সন্ধ্যায় দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী রয়্যালের মুখোমুখি হবে চট্টগ্রাম। চার দিন পর একই ভেন্যুতে (মিরপুর) একই দলের সাথে শেষ ম্যাচ খেলবে ক্রিস গেইলের চট্টগ্রাম।
আরো পড়ুন: বিপিএলে গেইলের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা
বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরি করেছেন গেইল। সেই সাথে ১ হাজার ৩৩৮ রান করে বিপিএলে বিদেশিদের মধ্যেও রান সংগ্রহে রেকর্ড গড়েছেন তিনি।
এর আগের পর্বগুলোতে দুরন্ত রাজশাহী, ঢাকা গ্ল্যাডিয়েটরস, বরিশাল বার্নারস, চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডারের হয়ে বিপিএল খেলেছেন ‘ইউনিভার্স বস’ গেইল।