বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনার বিপক্ষে অসাধারণ জয় পেয়েছে বরিশাল। শেষ ১২ বলে ৩৭ রান সংগ্রহের অসম্ভব চ্যালেঞ্জের মুখোমুখি হয় দলটি। তবে অর্ধেক উইকেট হাতে থাকার সময়ও মনে হয়েছিল ফরচুন বরিশালের পক্ষে জয় অসম্ভব। কিন্তু মেহেদী হাসান মিরাজ ও শোয়েব মালিকের বাউন্ডারি হাঁকানোর চমৎকার নৈপুণ্যের সুবাদে অসাধারণ জয় পায় তারা।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান আসরে খুলনা টাইগার্সকে প্রথমবারের মতো হারিয়ে চমক সৃষ্টি করেছে বরিশাল।
মাত্র ১৫ বলে তিনটি ছক্কা ও একটি চার হাঁকিয়ে ৩১ রান করে অপরাজিত থাকেন মেহেদী। মালিকও মাত্র ২৫ বলে ৩টি ছক্কা ও ১টি চার হাঁকিয়ে ৪১ রানে অপরাজিত থাকেন।
আরও পড়ুন: বিপিএল ২০২৪: চট্টগ্রামের জয়ের ধারা অব্যাহত
১৯তম ওভারে মোহাম্মদ ওয়াসিম প্রথম তিন ওভারে মাত্র ১৭ রান দিলেও মোট ৩৬ রান দিয়ে তার নির্ধারিত ওভার শেষ করেন। শেষ ওভারে প্রতিপক্ষকে ১৮ রান করা থেকে বিরত রাখাই ছিল দাসুন শানাকার গুরু দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি তা পারেননি। যদিও শেষ ওভারের আগে নিজের প্রথম ওভারে মাত্র ৬ রান দিয়েছিলেন শানাকা। কিন্তু শেষ চার বলে শানাকার দেওয়া ১৮ রানে পরিস্থিতি বদলে যায়।
দারুণ উপভোগ্য এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে খুলনা। যদিও এটি সিলেটের ক্রিকেট পিচের বৈশিষ্ট্য বিবেচনায় একটি চ্যালেঞ্জিং স্কোর। মোহাম্মদ নওয়াজ খুলনার ব্যাটার হিসেবে সর্বোচ্চ ৩৮ রান করেন। এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা পারভেজ হোসেন ইমন ৩৩ রান করে তার ঠিক পরের অবস্থানটি ধরে রাখেন।
আরও পড়ুন: ‘স্বপ্ন পূরণে’ ধরলায় জেগে ওঠা চরে ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা
বরিশালের হয়ে তাইজুল ইসলাম ও শোয়েব মালিক ২টি করে উইকেট নেন। আর তাইজুল তিন ওভারে মাত্র সাত রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আহমেদ শেহজাদকে শূন্য রানে মাঠ ছাড়া করে বরিশাল। তবে তামিম ইকবাল ও সৌম্য সরকারের সতর্ক ব্যাটিংয়ে শুরুর দিকের এই ধাক্কা কাটিয়ে উঠতে সক্ষম হয় তারা। দুজনেই ১০০ ছাড়িয়ে স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন এবং মুশফিকুর রহিমও তাদের পথ অনুসরণ করে ১০৮ স্ট্রাইক রেটে ব্যাট করেন।
বরিশালের হয়ে মেহেদী ও মালিক তাদের খেলার ধরন পরিবর্তন করেন এবং শেষ পর্যন্ত দুই বল বাকি থাকতেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে বরিশালের তৃতীয় জয় এটি।
আরও পড়ুন: বিপিএল ২০২৪: মিঠুনের দুর্দান্ত খেলায় প্রথম জয় পেল সিলেট