মিরপুরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স।
প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার ও অধিনায়ক এনামুল হক বিজয়ের অপরাজিত ৬৭ রানের ইনিংসে খুলনা নোঙর করলেও টি-টোয়েন্টি ফরম্যাটে 'অ্যাঙ্কর' করার সুযোগ আছে কি না তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। মাত্র তিন উইকেট হারানোর পরও হাবিবুর রহমান সোহানের ৩০ বলে ৪৪ রান নেওয়ায় তাদের স্কোর দাঁড়ায় ১৫৩।
স্ট্রাইকার্সের হয়ে একটি করে উইকেট নেন সানজামুল ইসলাম, সামিত প্যাটেল ও বেনি হাওয়েল।
আরও পড়ুন: বিপিএল ২০২৪: রংপুর রাইডার্স ছাড়ছেন বাবর, ওমরজাই ও নবী
জবাবে স্ট্রাইকার্স তাদের ওপেনার সামিত প্যাটেলকে সহজে পরাস্ত করে টপ অর্ডারকে চাপে ফেলে দেয়। আরেক ওপেনার হ্যারি টেক্টর অবশ্য ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। ৫২ বলে ৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কায় ৬১ রানের ঝড়ো ইনিংস স্ট্রাইকার্সকে গুরুত্বপূর্ণ সুযোগ এনে দেয়।
১৯ রানে ৩ উইকেট নিয়ে টাইগারদের পক্ষে মুগ্ধ করেন মার্ক দিয়াল এবং টেক্টর ও মোহাম্মদ মিঠুনের আউট হওয়ায় ফলাফল খুলনার পক্ষে ঘুরে যাওয়ার হুমকি তৈরি হয়।
শেষ পর্যন্ত মানসিক চাপের মধ্যেই শেষ মুহূর্তে রায়ান বার্ল ৩২ রান ও আরিফুল হক ১১ রান নিয়ে এক ওভার বাকি থাকতেই স্ট্রাইকার্সের ঘরে জয়ের নিশান উড়িয়ে উল্লাসে মেতে ওঠেন।
১২ বলে ১৯ রান দরকার। এমন টান টান উত্তেজনার মধ্যে অভিজ্ঞ রুবেল হোসেন ১৯তম ওভারে বল করতে এসে ২৪ রান দিয়ে সিলেটকে ম্যাচ উপহার দেন। ডানহাতি এই পেসার তিনটি ছক্কা ও একটি চার দিয়েছেন।
আরও পড়ুন: বিপিএল ২০২৪: সাকিবের পারফরম্যান্সে পঞ্চম জয় পেল রংপুর