রংপুরের দেয়া ১৩৮ রানের টার্গেট ১২.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে টপকে যায় খুলনা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান করে রংপুর।
দলের পক্ষে মোহাম্মাদ নাঈম ৩২ বলে ২টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে ৪৯ এবং ফজলে মাহমুদ ৩৩ বলে ২টি ছক্কা ও সমান চারে ৪২ রান করেন।
খুলনার পক্ষে শফিউল ইসলাম ৪ ওভারে ২১ রান খরচায় ৩ উইকেট লাভ করে ম্যাচসেরার পুরস্কার পান। এছাড়া শহিদুল ইসলাম ও মোহাম্মাদ আমির ২টি করে উইকেট পান।
জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। দলীয় ২৪ রানেই মুস্তাফিজের বলে ব্যক্তিগত ১ রান করা নাজমুল হোসেন শান্ত সাজঘরে ফেরেন। তবে রহমানুল্লাহ গুরবাজ ও রাইলি রুশো দ্বিতীয় উইকেট জুটিতে ৬১ রান সংগ্রহ করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান।
গুরবাজ ২২ বলে ৪টি ছক্কা ও ১টি চারে মুকিদুলের বলে সাজঘরে ফেরেন। বাকি কাজটুকু সারেন অধিনায়ক মুশফিকুর রহিম ও রুশো। রুশো ৩১ বলে ২টি ছক্কা ও ৯টি চারে ৬৬ এবং মুশফিক ১৭ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।
খুলনার এটি টানা তৃতীয় জয়। অন্যদিকে ৪ ম্যাচ খেলে এখনো জয়ের মুখ দেখেনি রংপুর।