শনিবার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪৮ বলে ৭৫ রানের এক দুর্দান্ত ইনিংস উপহার দেন রাজশাহী রয়্যালসের এই ওপেনার। তার ব্যাটে ভর করে দল পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।
ম্যাচশেষে গণমাধ্যমকে লিটন বলেন, ‘আমি খুবই ভাগ্যবান, কারণ আমে আগেই বিয়ে করেছি। এটা আমাকে ব্যাটসম্যান এবং ব্যক্তি হিসেবে পরিপক্ব হতে যথেষ্ট সাহায্য করেছে। অন্যরা কি ভাবছে তা জানি না, তবে এটা আমি অনুভব করি।’
‘বিপিএলের আগের মৌসুমগুলোতে আমি নিয়মিত বড় শট খেলার চেষ্টা করতাম। কিন্তু এবার কম শট খেলার চেষ্টা করেছি এবং উইকেটে সেট হওয়ার চেষ্টা করছি। সবগুলো বল না খেলার সিদ্ধান্ত নিয়েছি,’ যোগ করেন তিনি।
সতীর্থ তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেনের প্রশংসাও করেন লিটন। এবারের আসরে বেশ আক্রমণাত্মক ব্যাটিং উপহার দিচ্ছেন আফিফ।
‘আফিফের সাথে পার্টনারশিপ উপভোগ করছি। টি২০ ক্রিকেটে প্রতিপক্ষকে চাপে রাখার জন্য আপনাকে বড় শট খেলার ঝুঁকি নিতে হবে। আফিফ সেই দায়িত্বটা নিয়েছে,’ যোগ করেন লিটন।