চরম আর্থিক সংকটে ভুগতে থাকায় চাহিদামতো নতুন খেলোয়াড় কিনতে পারছে না বার্সেলোনা। দানি অলমোকে দলে টানলেও লা লিগায় এখনও তাকে নিবন্ধন করাতে পারেনি ক্লাবটি। এদিকে একপ্রকার বাধ্য হয়েই গত মৌসুমে দলের সবচেয় গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইলকাই গুন্ডোগানকে বিনামূলে ছেড়ে দিতে হয়েছে তাদের। এমতাবস্থায় লা মাসিয়ার তারুণ্যনির্ভর দল নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল।
শনিবার (২৪ আগস্ট) রাতে বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলের কষ্টের জয় পেয়েছে কাতালুনিয়ার ক্লাবটি। প্রথম ম্যাচেও একই ব্যবধানে ভালেন্সিয়ার মাঠ থেকে জয় নিয়ে ফিরেছিল তারা।
শুরুতে চমৎকার এক গোল করে দলকে এগিয়ে নেন লামিন ইয়ামাল। তবে বিরতির আগেই পেনাল্টি থেকে গোল করে বিলবাওকে সমতায় ফেরান ওইয়ান সানচেত। এরপর ম্যাচের ৭৫ মিনিটে জয়সূচক গোলটি করেন গত ম্যাচে জোড়া গোল করা রবের্ট লেভানডোভস্কি।
আরও পড়ুন: ঘুরে দাঁড়িয়ে জিতে বার্সার ‘ফ্লিক অধ্যায়’ শুরু
এদিন মুহূর্মুহূ আক্রমণের মাধ্যমে শুরু থেকেই ম্যাচ জমিয়ে তোলে দুই দল। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না কেউই। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ম্যাচের ২৪তম মিনিটে লামিনের গোলে ম্যাচে প্রথম এগিয়ে যায় বার্সেলোনা।
বাঁ পাশে বিলবাওয়ের বক্সের বেশ বাইরে ফ্রি কিক পায় বার্সেলোনা। সেখান থেকে পেদ্রি বক্সের মধ্যে ক্রস দিলে এগিয়ে এসে গ্লাভস দিয়ে ঠেলে বল ক্লিয়ার করার চেষ্টা করেন চোটের কারণে উনাই সিমোনের পরিবর্তে মাঠে নামা বিলবাও গোলরক্ষক আলেক্স পাদিয়া। তবে বল বক্সের বাইরে থাকা লামিনের কাছে পৌঁছালে তিনি মাঝামাঝি স্থানে এগিয়ে এসে বক্সের সামান্য বাইরে থেকে বাঁকানো শট নেন। ছয় গজ বক্সের মধ্যে থেকে বিলবাও ডিফেন্ডার ইয়ারাই আলভারেস হেড দিয়ে শটটি ক্লিয়ার করতে গেলে বল তার মাথায় লেগে পাদিয়ার নাগালের বাইরে দিয়ে জালে জড়িয়ে যায়।