১৫ বছর, চারটি শিরোপা আর অসংখ্য অসাধারণ মুহূর্তের সাক্ষী হওয়ার পর অবশেষে স্পেনের জাতীয় দলকে বিদায় বলে দিলেন সেভিয়ার কিংবদন্তি ফুটবলার হেসুস নাভাস। চলতি মৌসুম শেষে ক্লাব ফুটবল থেকেও তিনি বিদায় নিতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে জাতীয় দলে অভিষিক্ত হন নাভাস। এরপর দলের নিয়মিত সদস্য ছিলেন এই ফুলব্যাক।
স্পেনের হয়ে তিনি পরের বছরই জেতেন বিশ্বকাপ, এরপর ২০১২ সালের ইউরো। সবশেষ ২০২৪ সালের ইউরো অভিযানের অংশ ছিলেন ৩৮ বছর বয়সী এই রাইট ব্যাক। টুর্নামেন্টে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে খেলা ম্যাচটিই হয়ে থাকল রা রোহার জার্সিতে তার শেষ ম্যাচ। আর দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার ট্রফি উঁচিয়ে ধরার পর বিদায় আন্তর্জাতিক ফুটবলকে বললেন তিনি।
বিদায় বার্তায় কোচ, স্টাফ, সতীর্থ ও ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন নাভাস। এছাড়া জাতীয় দলকে আরও এগিয়ে যেতে শুভেচ্ছা জানিয়েছেন অভিজ্ঞ এই ফুটবলার।
নাভাস বলেন, ‘আমি বহুবার এটি বলেছি, আবারও বলছি- দেশের হয়ে রক্ষণ সামলানোই আমার জীবনের শ্রেষ্ঠতম অভিজ্ঞতা। স্পেনের হয়ে খেলার স্বপ্নপূরণের স্মৃতি যেমন আমার হৃদয়ে অটুট থাকবে, তেমনি অসংখ্য মানুষকে আনন্দ দিতে পেরেছি, এই গৌরবও আজীবন ধারণ করব।’
বিশ্বকাপ, ইউরো ও নেশন্স লিগ জয়ী বিশ্বের একমাত্র ফুটবলার নাভাস।
আরও পড়ুন: এবার বিদায় বলে দিলেন নয়ার