কেন্দ্রীয় চুক্তি থেকে স্বেচ্ছায় সরে গেলেও বিশ্বকাপের আগে দলে ফিরতেন ট্রেন্ট বোল্ট। তবে আগামীতে ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি, বিশ্বকাপে তাকে হয়তো আর দেখা যাবে না।
শনিবার উগান্ডার বিপক্ষে ম্যাচ শেষে বোল্ট জানান, ‘এটিই আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।’
‘নিয়ম রক্ষার’ ম্যাচে উগান্ডাকে বিশাল ব্যবধানে পরাজিত করলেও এর আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে হারার পর, দল দুটি তিনটি করে ম্যাচ জেতার সঙ্গে সঙ্গেই নিউজিল্যান্ডের শেষ আটের স্বপ্ন শেষ হয়ে যায়।
সোমবার (১৭ জুন) পাপুয়া নিউ গিনির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে কিউইরা। এই ম্যাচের মধ্য দিয়েই তাই বোল্টের টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটযাত্রা শেষ হতে চলেছে।
আগামী ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে আর দেখা যাবে না। এর এক বছর পর ওয়ানডে বিশ্বকাপে তিনি থাকবেন কি না, তা নিয়েও যথেষ্ট সংশয় রয়ে যায়।
কারণ, পরিবারকে সময় দিতে ২০২২ সালে আগস্ট মাসে স্বেচ্ছায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ান তিনি। তারপর থেকেই দলে অনিয়মিত তিনি। এই দুই বছরে বেছে বেছে কয়েকটি মাত্র ম্যাচে তাকে ব্ল্যাক ক্যাপ পরে মাঠে দেখা গেছে। তাই ২০২৭ সালের বিশ্বকাপে তাকে পাওয়া যে একপ্রকার অসম্ভব, তা ধরে নেওয়াই যায়।
তবে জাতীয় দলে না খেললেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তাকে দেখা যেতে পারে।
২০১৪ সালে বাংলাদেশের মাটিতে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা বোল্ট এখন পর্যন্ত এই টুর্নামেন্টে ১৭ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৩২টি। এবারের বিশ্বকাপেও তিন ম্যাচ খেলে ৭টি উইকেট নিয়েছেন তিনি, রান দিয়েছেন মোটে ৪৫।