যুবা টাইগারদের অধিনায়ক করা হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান আকবর আলীকে। সহ-অধিনায়ক হয়েছেন তৌহিদ হৃদয়।
এ টুর্নামেন্টে চারটি গ্রুপে ভাগ হয়ে মোট ১৬ দল অংশ নিচ্ছে।
‘এ’ গ্রুপে রয়েছে ভারত, জাপান, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা; ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নাইজেরিয়া ও ওয়েস্ট ইন্ডিজ; ‘সি’ গ্রুপে যুবা টাইগারদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও পাকিস্তান এবং ‘ডি’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, কানাডা, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত।
১৮ জানুয়ারি জেবি মার্কস ওভালে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগার যুবারা। ২১ ও ২৪ জানুয়ারি স্কটল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে খেলবে লাল-সবুজরা।
প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার লিগের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে এবং শেষের দুটি দলকে প্লে কোয়ার্টার ফাইনালে খেলতে হবে।
সুপার লিগের কোয়ার্টার ফাইনালের বিজয়ীরা সেমিফাইনালে উঠবে যাবে এবং প্লে কোয়ার্টার ফাইনালের বিজয়ীরা প্লেট সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের আগামী ৩ জানুয়ারি দেশ ছাড়ার কথা রয়েছে।
বাংলাদেশ স্কোয়াড: আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তানিম, মো পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহীন আলম, রকিবুল হাসান ও হাসান মুরাদ।
স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে আছেন অমিত হাসান, এসএম মেহরব, আশরাফুল ইসলাম সিয়াম, মিনহাজুর রহমান মোহনা, রুবেল মিয়া এবং আসাদুল গালিব।