বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) ওয়ানডে সংস্করণ ২০ নভেম্বর থেকে শুরু হবে।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের আসরে মোট চারটি দল অংশ নেবে বলেও জানানো হয়।
২৭ নভেম্বর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ছাড়া সব ম্যাচ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত হবে। প্রতিটি দল অন্যদের সঙ্গে দুটি করে ম্যাচে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে লড়াই করবে।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল: প্রথমে ব্যাট করছে পাকিস্তান
মঙ্গলবার মিরপুরে খেলোয়াড় বাছাইয়ের খসড়া পর্ব অনুষ্ঠিত হয়েছে।
সপ্তাহব্যাপী এই আসরে জাতীয় দলের বেশির ভাগ খেলোয়াড় অংশ নেবেন। এই ইভেন্টের পর বাংলাদেশ দল ঘরের মাঠে ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিন ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে।
১ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ভারতীয় দলের।
ঢাকায় ওয়ানডে ম্যাচ ৪, ৭ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রথম টেস্ট চট্টগ্রামে ১৪ ডিসেম্বর এবং শেষ টেস্ট ২২ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ২০২২: স্টোকসের নেতৃত্বে শিরোপা জয়ী ইংল্যান্ড