ভারত সফরেও খেলেছেন দুর্দান্ত ইনিংস। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলে।
অধিনায়ক যখন ফর্মে, তখন দলের জয় নিয়ে ভাবারও মনে হয় কোনো প্রয়োজন নেই। মঙ্গলবার এবারের আসরের টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তার দল খুলনা টাইগার্স।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলের ৫ উইকেটের জয়ে বড় ভূমিকাও তার। ব্যাট হাতে খেলেছেন এক বিস্ফোরক ইনিংস। তবুও ইনিংস শেষে অতৃপ্তি যেন রয়েই গেল। অল্পের জন্য সেঞ্চুরি হাত ছাড়া হয়েছে এ উইকেট রক্ষক ব্যাটসম্যানের।
ব্যক্তিগত ৯৬ রানে রবি বোপারার বলে শোয়েব মালিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। মাত্র ৫১ বলে খেলা তার ইনিংসটি ৪টি ছক্কা ও ৯টি চারে সাজানো।
ইনিংসের ১৯তম ওভারের তৃতীয় বলে মুশফিক যখন আউট হন তখন দলের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ২ রানের। বোপারার করা বলটি সীমানা ছাড়া করতে গিয়ে মালিকের হাতে ধরা পড়েন মুশি।
মুশফিক আউট হলে বাউন্ডারির মাধ্যমেই দলের জয় নিশ্চিত করেন ফ্রাইলিংক।