সাইফ স্পোর্টিং ক্লাব তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া একটি পোস্ট থেকে জানা যায়, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের গোল্ডেন প্যালেস সিপিএইচে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ওই পোস্টে নবদম্পত্তির একটি ছবি শেয়ার করে জাতীয় দলের অধিনায়ককে অভিনন্দন জানিয়েছেন তারা।
পোস্টে বলা হয়, ‘জীবনের নতুন এ যাত্রা শান্তি ও সম্প্রীতি, আনন্দ, রোম্যান্স এবং আবেগসহ সুখময় হোক ... আমাদের জাতির গর্ব জামাল ভূইয়ার জন্য শুভেচ্ছা রইল।’
তবে, সাইফ স্পোর্টিং ক্লাবের ওই পোস্টে জামাল ভূইয়ার বিয়ের সময়,তারিখ বা পাত্রী কে? এসবের বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।
প্রসঙ্গত, উনত্রিশ বছর বয়সী জামাল হ্যারিস ভূঁইয়া ১৯৯০ সালে ডেনমার্কের শহর গ্লস্ট্রোপে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন।
২০১৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলায় অংশ জামাল।
জামাল ভূইয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পাশাপাশি বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল এবং সাইফ এসসি দলের নেতৃত্বও দিয়েছেন।
সদ্য সমাপ্ত ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে নিজের দল সাইফ এসসি হেরে যাওয়ার পর গত ৩১ ডিসেম্বর ডেনমার্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন জামাল।