মধ্যাহ্নভোজের পর মাঠে নেমে ৯ ওভার খেলা হতে না হতেই বৃষ্টির হানা। এরপর মুষলধারে নামা বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখা না গেলে প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেছেন আম্পায়াররা।
কানপুরে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বৃষ্টি ও আলোকস্বল্পতা মিলিয়ে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। এই সময়ে ১০৭ রান তুলতে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ।
দেড় বছর পর তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪০ রানে অপরাজিত রয়েছেন মুমিনুল হক, অন্যপ্রান্তে থাকা মুশফিকুর রহিমের সংগ্রহ ৬।
আরও পড়ুন: টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের
বাংলাদেশের দুই ওপেনারকে ফিরিয়েছেন ভারতের আকাশ দীপ, আর ৩১ বলে ৫৭ রান করে অশ্বিনের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরতে হয় অধিনায়ক শান্তকে।
এদিন বৃষ্টি ও ভেজা মাঠের কারণে সকালে খেলা শুরু হতে আধঘণ্টা দেরি হয়। পরবর্তীতে শান্ত আউট হলে আলোকস্বল্পতায় খেলা বন্ধ রাখা হয়। এরপর বৃষ্টি নামলে দিনের খেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
চেন্নাই টেস্টের একাদশে দুটি পরিবর্তন এনে কানপুর টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার পরিবর্তে সৈয়দ খালেদ আহমেদ ও স্পিনার তাইজুল ইসলামকে দ্বিতীয় টেস্টে সুযোগ দেওয়া হয়েছে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস: ১০৭/৩ (মুমিনুল ৪০*, শান্ত ৩১, সাদমান ২৪; আকাশ ২/৩৪, অশ্বিন ১/২২)।