ভারতকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছে শ্রীলঙ্কার মেয়েরা। টুর্নামেন্টজুড়ে অপরাজিত থেকে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরেছে চামারি আতাপাত্থুর দল।
রবিবার (২৮ জুলাই) ডাম্বুলার রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে ভারত। লক্ষ্য তাড়ায় নেমে ৮ বল বাকি থাকতে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় শ্রীলঙ্কা।
দলের হয়ে হার্ষিথা সামারাবিক্রমা অপরাজিত থেকে সর্বোচ্চ ৬৯ রান করেন। ৫১ বলে দুটি ছক্কা ও ছয়টি চারের সাহায্যে এই রান করে ম্যাচসেরা হয়েছেন তিনি। এছাড়া লঙ্কান অধিনায়ক আতাপাত্থু ৪৩ বলে ৬১ রান করে আউট হলে শেষ ১৬ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেন কাবিশা দিলহারি।
ভারতের হয়ে একটি মাত্র উইকেট নেন দীপ্তি শর্মা। অন্যটি রান আউট হয়।
আরও পড়ুন: নারী এশিয়া কাপ: সেমিফাইনালে চোখ বাংলাদেশের
এর আগে, প্রথম ইনিংসে ভালো শুরুর পর সপ্তম ওভারে প্রথম উইকেট হারায় ভারত। ৬.২তম ওভারে ১৯ বলে ১৬ রান করে শেফালী ভার্মা ফিরে গেলেও ব্যাট হাতে হাল ধরেন স্মৃতি মন্দানা। ৪৭ বলে দশটি চারের সাহায্যে ৬০ রান করেন তিনি। এটিই ভারতের হলে সর্বোচ্চ রানের ইনিংস। এছাড়া জেমিমা রদ্রিগেজ ১৬ বলে ২৯ এবং রিচা ঘোষ ১৪ বলে ৩০ রান করেন।
লঙ্কান বোলারদের মধ্যে দিলহারি সর্বোচ্চ দুটি উইকেট নেন। এছাড়া উদেশিকা প্রবোধনী, সাচিনী নিশানসালা ও চামারি আতাপাত্থু একটি করে উইকেট নেন।
টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্সের কারণে সিরিজের সেরা ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেছেন চামারি আতাপাত্থু।