সর্বকালের সেরা ফুটবলারদের অন্যতম দিয়েগো মারাদোনার মৃত্যুর ঘটনায় ‘অবহেলার কারণে হত্যার’ অভিযোগে আট স্বাস্থ্যকর্মীর বিচার প্রক্রিয়া আরও এক দফায় পিছিয়ে গেছে। আগামী অক্টোবর থেকে শুরু হতে চলা এই বিচার কার্যক্রম আগামী বছরের মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
এ বছরের ৪ জুন এই মামলার বিচার শুরু হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে নতুন তারিখ নির্ধারিত হয় ১ অক্টোবর। এরপর তা আরও এক দফা পিছিয়ে আগামী মার্চ মাসে নির্ধারণ করা হলো।
২০২৫ সালের ১১ মার্চ থেকে এ বিচার প্রক্রিয়া শুরু হবে বলে রায় দিয়েছে দেশটির রাজধানী বুয়েনস এইরেসের উপকণ্ঠে অবস্থিত শহর সান ইসিদ্রোর একটি আদালত।
আরও পড়ুন: ম্যারাডোনার মৃত্যু নিয়ে তদন্ত, চিকিৎসকের কার্যালয়ে তল্লাশি
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আট আসামির মধ্যে তিনজনের অনুরোধে দ্বিতীয়বারের মতো শুনানি পিছিয়ে দিয়েছে আদালত।
২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মস্তিষ্কে অস্ত্রোপচারের কিছুদিন পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়েগো আরমান্দো মারাদোনা।
বরাবরই অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য পরিচিত এই কিংবদন্তি দীর্ঘদিন ধরে মাদক ও মদের প্রতি আসক্তিসহ স্বাস্থ্য সংক্রান্ত নানা জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুর আগে বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন তিনি। সে সময় মস্তিষ্কে অস্ত্রোপচারের পর সেরে ওঠার পথেই ছিলেন আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের এই মহানায়ক। হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছিলেন তিনি। কিন্তু সবকিছু স্বাভাবিক হয়ে ওঠার পথে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: একদিন আকাশেও ফুটবল খেলব আমরা: ম্যারাডোনা শোকে পেলে
মারাদোনা মারা যাওয়ার পরদিনই এ ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানান তার আইনজীবী মাতিয়াস মোরিয়া। এরপর ২০২২ সালের মার্চে তদন্ত শুরু হয়। তদন্ত শেষে ওই বছরের জুনে আটজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন আদালত।
আদালতের রায়ে বলা হয়, অভিযুক্ত প্রত্যেকের আচরণ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে প্রশ্নবিদ্ধ। তাদের কার্যকলাপ মারাদোনাকে মৃত্যুর পথে এগিয়ে নিতে ভূমিকা রেখেছে।
বোকা জুনিয়র্স, বার্সেলোনা ও নাপোলির সাবেক এই খেলোয়াড়ের মৃত্যুতে অভিযুক্তদের মধ্যে তার নিউরোসার্জন, মনোবিজ্ঞানী, মনোরোগ বিশেষজ্ঞ ও নার্সরাও রয়েছেন। দোষী প্রমাণিত হলে তাদের ৮ থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।