উয়েফা সুপার কাপের লড়াইয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আতালান্তার বিপক্ষে বুধবার (১৩ আগস্ট) রাতে মাঠে নামছে চ্যাম্পিয়ন্স লিগজয়ী রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগেই দুঃসংবাদ পেয়েছেন কার্লো আনচেলত্তি। চোটের কারণে ছিটকে গেছেন মাঠের বিভিন্ন পজিশনে খেলতে পারা মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা।
বুধবার এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, কামাভিঙ্গার বাঁ হাঁটুর লিগামেন্টে চোট ধরা পড়েছে।
এদিকে, ফাব্রিৎসিও রোমানো এক্সে জানিয়েছেন, চোটের কারণে ৬/৭ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে কামাভিঙ্গাকে। আগামী অক্টোবরের শেষের দিকে তিনি মাঠে ফিরতে পারেন।
উয়েফা সুপার কাপের ম্যাচের আগে অনুশীলনের সময় চোট পান কামাভিঙ্গা।
আরও পড়ুন: সৌদির বিলিয়ন ইউরোর প্রস্তাব গ্রহণে ‘রাজি’ ভিনিসিউস
সদ্য সমাপ্ত ইউরো আসরে ফ্রান্সের হয়ে চার ম্যাচে মাঠে নামেন কামাভিঙ্গা। এরপর নতুন মৌসুমের শুরুতে আর মাঠে নামা হচ্ছে না তার।
২০২৪-২৫ মৌসুমে আগামী রবিবার মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। মায়োর্কার মাঠে বাংলাদেশ সময় রাত ১টা ম্যাচটি অনুষ্ঠিত হবে।