বিশ্বকাপ বাছাইয়ে টানা চার ম্যাট জয়বঞ্চিত থাকার পর অবশেষে জয়ে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দেশটির রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রদ্রিগোর একমাত্র গোলে জিতেছে তারা।
বাংলাদেশ সময় শনিবার সকালে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে একুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।
ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে একুয়েডরের চেয়ে এগিয়ে ছিল ব্রাজিল। গোলের উদ্দেশে নেওয়া ১৩টি শটের তিনটি লক্ষ্যে রাখতে পারে তারা, অপরদিকে একুয়েডরের আটটি শটের দুটি লক্ষ্যে থাকলেও গোল করতে ব্যর্থ হয় তারা।
বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ৭ ম্যাচ খেলে তৃতীয় এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে উঠে এসেছে ব্রাজিল। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে নেমে গেছে একুয়ডের।
আরও পড়ুন: চিলির বিপক্ষে দারুণ জয় পেল মেসি-দি মারিয়াহীন আর্জেন্টিনা
এছাড়া সপ্তম রাউন্ডের খেলা শেষে ১৩ পয়েন্ট নিয়ে ব্রাজিলের উপরে রয়েছে কলম্বিয়া। দিনের অপর ম্যাচে পেরুর বিপক্ষে ড্র করেছে তারা।
১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উরুগুয়ে। লুইস সুয়ারেসের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে এদিন প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে দলটি। আর ৭ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে চূড়ায় রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বেশ কিছুদিন ধরেই ব্রাজিল ফুটবলের খারাপ সময় চলছে। এই ম্যাচের আগে বিশ্বকাপ বাছাইয়ে চার ম্যাচ জিততে ব্যর্থ হয়েছে দলটি। এছাড়া কোপা আমেরিকার সবশেষ আসরে চার ম্যাচে তাদের জয় ছিল কেবল একটিতে। হতাশাজনক পারফরম্যান্সের কারণে এবারের আসরের কোয়ার্টার-ফাইনাল থেকেই বিদায় নিতে হয় ৯ বারের কোপা চ্যাম্পিয়নদের।
আরও পড়ুন: চোখের জলে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা সুয়ারেসের