বার্সেলোনা ও স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামালের বাবা মুনির নাসরুইকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৪ আগস্ট) স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় মাতারো শহরের একটি কার পার্কিংয়ে তাকে ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে স্প্যানিশ দৈনিক লা ভানগার্দিয়া।
খবরে বলা হয়েছে, ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয় পুলিশ তাকে পাশের বাদালোনা শহরের সান রুতি হাসপাতালে নিয়ে যায়। সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে।
বৃহস্পতিবার স্থানীয় টেলিভিশন চ্যানেল টিভিইর খবরে বলা হয়েছে, তার অবস্থা গুরুতর হলেও বর্তমানে কিছুটা স্থিতিশীল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নাসরুইকে মোট তিনবার ছুরিকাঘাত করা হয়। তার বুকে একবার এবং পেটে দুবার ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: ইউরোপীয় শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ অধ্যায় শুরু এমবাপ্পের
এ ঘটনার পর বুধবারই তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক পুলিশ বাহিনী মোসস দি’এসকুয়াদ্রা। পরে বৃহস্পতিবার আরও একজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।
তবে কী কারণে এই হামলা করা হয়েছে, সে বিষয়ে এখনও পরিষ্কার কোনো ধারণা দিতে পারেনি পুলিশ। অবশ্য ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে তারা।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা গেছে, পার্কিংয়ে কয়েকজন ব্যক্তির সঙ্গে ঝগড়া করছেন নাসরুই। এরপরই এই ঘটনা ঘটে।
উল্লেখ্য, বার্সেলোনার লা মাসিয়া ফুটবল অ্যাকাডেমিতে বেড়ে ওঠার পর গত মৌসুমে বার্সেলোনা কোচ শাভি এরনান্দেসের হাত ধরে পেশাদার ফুটবলে অভিষেক হয় লামিন ইয়ামালের। তবে সম্প্রতি স্পেনের ইউরো জয়ের মিশনে মাঠে আলো ছড়ান ১৬ থেকে ১৭ বছরে পা দেওয়া ইয়ামাল।
১৭ বছর বয়সেই তাকে ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বার্সেলোনা-উত্তরসূরি হিসেবে বিবেচনা করছেন অনেকে। তাই কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর আসন্ন মৌসুমে এমবাপ্পে-ইয়ামাল দ্বৈরথ দেখার অপেক্ষা করছে ফুটবল বিশ্ব।
ফুটবলবোদ্ধাদের ধারণা, দীর্ঘ সময় ধরে চলা মেসি-রোনালদো যুগের অবসানের পর ফুটবল বিশ্বে নতুন যুগের সূচনা করতে চলেছেন এমবাপ্পে-ইয়ামাল।
আরও পড়ুন: নিকো উইলিয়ামসকে সময় বেঁধে দিল বার্সেলোনা