ব্যাটসম্যানদের ব্যর্থতার পর চমৎকার বোলিং করে ম্যাচ দারুণভাবে জমিয়ে তুলেছিলেন তিন স্পিনার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেন। তিনজনই নেন দুটি করে উইকেট। তবে মুশফিকুর রহিমের দুটি গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করার আক্ষেপ নিয়েই শেষ পর্যন্ত পরাজয় মেনে নিতে হয় বাংলাদেশকে।
লন্ডনের ওভালে বুধবার দিবারাত্রির ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বড় ইনিংস গড়তে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবে সাকিব আল হাসানের ৬৪ রানের কল্যাণে ২৪৪ রান সংগ্রহ করে টাইগাররা।
মাঝারি টার্গেট তাড়া করতে নামা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের স্বস্তি দেননি টাইগার বোলাররা। ব্যাট হাতে দুর্দান্ত খেলার পর বোলিংয়েও ধারাবাহিক নৈপুণ্য দেখান সাকিব। কিউই ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মুনরোকে বড় ইনিংস খেলার সুযোগ দেননি বিশ্বসেরা অলরাউন্ডার। দলীয় ৫৫ রানেই প্যাভিলিয়নে ফেরত পাঠান তাদের।
এদিকে, দুটি বড় সুযোগ হাতছাড়া করেন অভিজ্ঞ উইকেটরক্ষক মুশফিকুর রহিম। তিনি কেন উইলিয়ানসন ও রস টেলরকে দ্রুত বিদায় করতে পারলে ম্যাচের ভাগ্য হয়তো যেতে পারত বাংলাদেশের পক্ষে।
পরে এ দুটি ব্যাটসম্যানের ১০৫ রানে জুটিতেই টান টান উত্তেজনার ম্যাচের পর শেষ হাসি হাসে নিউজিল্যান্ড।
আগামী ৮ জুন কার্ডিফের সোফিয়া গার্ডেনে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। একই দিন টন্টনে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হবে আফগানিস্তান।