ক্রিস্টাল প্যালেসের মাঠে জিতে লিগে নিজেদের অবস্থান সংহত করলেও বড় দুঃসংবাদ শুনতে হয়েছে লিভারপুলকে। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে এদিন মাঠ ছেড়েছে গোলের সামনে তাদের নির্ভরযোগ্য নাম আলিসন বেকার।
প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে শনিবার প্যালেসকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়েছে আর্নে স্লটের লিভারপুল।
এদিন ম্যাচের ৩০ সেকেন্ডের মধ্যেই লিভারপুলের জালে বল পাঠায় প্যালেস, তবে অফসাইডের কারণে গোলবঞ্চিত হয় তারা। এরপর ম্যাচের নবম মিনিটে একমাত্র গোলটি করে দলের জয়ে ভূমিকা রাখেন লিভারপুলের পর্তুগিজ উইঙ্গার দিয়োগো জোতা।
বল দখলের লড়াইয়ে লিভারপুল ম্যাচে একক আধিপত্য বিস্তার করলেও আক্রমণে তাদের চেয়ে মোটেও পিছিয়ে ছিল না ‘ঈগলস’।
আরও পড়ুন: সিটি-আর্সেনালের সঙ্গে লড়াই-ই করতে পারবে না চেলসি: মারেসকা
ম্যাচজুড়ে ৬৮ শতাংশ সময় বলের দখল রেখে মোট ১৬টি শট নেয় লিভারপুল যার চারটি লক্ষ্যে রাখতে পারে তারা। অন্যদিকে, ৩২ শতাংশ সময় বল নিজেদের দখলে থাকলেও ৯টি শটের পাঁচটি লক্ষ্যে রাখে প্যালেস।
ম্যাচটি জয়ের দিন বড় ধাক্কা খেয়েছে আর্নে স্লটের দল। এদিন ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে পায়ের পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় লিভারপুলের ব্রাজিলীয় গোলরক্ষক আলিসন বেকারের।
মাঠ ছাড়ার সময় তাকে ডান পায়ের পেছনে হাত দিতে দেখা যায়। সে সময় তার স্থানে লিভারপুলের জার্সিতে অভিষেক হয় ২৩ বছর বয়সী চেক গোলরক্ষক ভিটেস্লাভ ইয়ারোশের।