টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। আগামী মাসে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার কথা জানিয়েছেন এই অলরাউন্ডার। এরপর দেশ ছাড়ার ইঙ্গিতও দিয়ে রেখেছেন তিনি।
ভারতের বিপক্ষে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া কানপুরে টেস্টে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই এবং খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। বোর্ড চেষ্টা করছে এটা কীভাবে সুন্দর করে আয়োজন করতে পারে। দেশে যাতে নিরাপদে খেলতে পারি। দেশ থেকে যেন নিরাপদে বেরও হতে পারি।’
সংসদ সদস্য হওয়ায় আওয়ামী লীগ সরকার পতনের পর সাকিবের নামে মামলা হয়। সম্প্রতি শেয়ার কেলেঙ্কারিতে জড়িত থাকায় ৫০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাকে। এসব বিষয়ে নিজের নিরাপত্তা নিয়ে এ সময় শঙ্কা প্রকাশ করেন সাকিব।
তিনি বলেন, ‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ ফিল করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অ্যাট লিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।’
আরও পড়ুন: টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের
এ সময় টি-টোয়েন্টি থেকেও নিজেকে সরিয় নেওয়ার কথা জানান দীর্ঘ ১৮ বছর ধরে বাংলাদেশের জার্সি পরে আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে আলো ছড়ানো এই ক্রিকেটার।
‘এখন নিজেকে টি-টোয়েন্টির জন্যও দেখছি না। সে হিসেবে মনে করতে পারেন এই দুই সংস্করণে (টেস্ট ও টি-টোয়েন্টি) নিজের শেষ দেখছি।’
তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাাঁড়ালেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তিনি।
এ বিষয়ে সাকিবের বক্তব্য, ‘নির্বাচক, সভাপতি, বোর্ডের সবার সঙ্গে কথা বলেছি যে এটাই সেরা সময় টি-টোয়েন্টি থেকে আমি মুভ অন করি। নতুন খেলোয়াড়েরা আসুক। আমি এর মধ্যে যদি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভালো করি, তখন যদি ফিট থাকি, ৬ মাস বা ১ বছর পর যদি তারা মনে করে আমার অবদান রাখার সুযোগ আছে, তখন চিন্তা করতে পারি।’