২৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত কুর্মিটোলা গলফ ক্লাবে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে।
এবারের মোবিল কাপ গলফ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান ও এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক আজম জে. চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট গলফাররা।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল মো. সামছুল হক।
এছাড়া আরও উপস্থিত ছিলেন এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এম. মুকুল হোসেন, কুর্মিটোলা গলফ ক্লাবের সহসভাপতি মেজর জেনারেল এনায়েত উল্লাহ, বাংলাদেশ আমর্ড ফোর্সেস এবং এম জে এল বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৫ জানুয়ারি কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার সামছুল হক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এবার টুর্নামেন্টে বিজয়ী হন মেজর সৈয়দ আবু আরিফ মো. হাসান আখতার (অবঃ), রানার-আপ ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসানুল হক মিয়া (অবঃ), মেয়েদের মধ্যে বিজয়ী হন মিসেস কিম হি সুন।