মিরাজ প্রতিপক্ষের ৭ উইকেট শিকার করেছেন। অন্যদিকে সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক। বামহাতি মুমিনুলের ব্যাটিংয়ে শনিবার দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ‘এ’ দল শ্রীলঙ্কার চেয়ে ১৫ রানে এগিয়ে রয়েছে। হাতে রয়েছে ৪ উইকেট।
শুক্রবার হাম্বানটোটায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথম দিন শেষ করে ৫ উইকেটে ২২৩ রান নিয়ে। শনিবার অফ স্পিনার মিরাজের ঘূর্ণিতে ২৬৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস।
মিরাজ ৩৭ ওভারে ৮৪ রান খরচায় নেন ৭ উইকেট। এছাড়া এবাদত হোসেন ২টি এবং সালাউদ্দিন শাকিল পান ১টি উইকেট।
জবাব দিতে নেমে মুমিনুলের সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ ২৮৩ রান করেছে। মুমিনুল (১১৭) ছাড়াও সাদমান ইসলাম (৭৭) ব্যাট হাতে আলো ছড়ান।
নুরুল হাসান সোহান ৩৫ এবং মিরাজ ৬ রানে অপরাজিত আছেন।
এর আগে প্রথম চার দিনের ম্যাচটি ড্র হয়। ম্যাচে ৫ উইকেট শিকার করেছিলেন মিরাজ। একদিনের ম্যাচগুলো ৯, ১০ এবং ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে।