সম্প্রতি মহসিন তালুকদার নামে এক ব্যক্তি দেশ সেরা অলরাউন্ডারকে হত্যার হুমকি দেন।
বিদেশি কোচিং স্টাফদের জন্য সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়োগ দেয়া হলেও দেশের কোনো ক্রিকেটারের জন্য আগে কখনও এমন কোনো কর্মী নিয়োগ দেয়নি বিসিবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে হত্যার হুমকি দেয়া হয়েছে এবং আমরা তার নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নিয়েছি। এ জন্য একজন সশস্ত্র নিরাপত্তাকর্মী নিযুক্ত করা হয়েছে যিনি সব সময় সাকিবের সঙ্গে থাকবেন।’
গত ১২ নভেম্বর সনাতন ধর্মালম্বীদের এক অনুষ্ঠানের উদ্বোধন করতে কলকাতায় গিয়েছিলেন সাকিব। যা নিয়ে বেশ কিছু মানুষ তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
পশ্চিমবঙ্গ সরকারের আইন সভার সদস্য পরেশ পালের আমন্ত্রণে কলকাতা গিয়েছিলেন সাকিব। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে অনুষ্ঠান উদ্বোধন করার দাবি অস্বীকার করেন তিনি।
ওই লাইভ সেশনে সাকিব নিজেকে একজন ‘গর্বিত মুসলিম’ দাবি করেন এবং ‘কাউকে কষ্ট দিয়ে থাকলে’ তাকে ক্ষমা করে দেয়ার আহ্বান জানান।
সাকিবকে হত্যার হুমকি দেয়া সিলেটের মহসিনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তিনি ছুরি হাতে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দিয়েছিলেন।