সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ অংশ নিতে নিরাপদে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল।
আগামী ১৭ অক্টোবর থেকে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাত জাতির এই আঞ্চলিক নারী ফুটবলের আসর, যা চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।
ঢাকা থেকে সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় কাঠমান্ডু পৌঁছায় বাংলাদেশ নারী দল।
এ বিষয়ে মঙ্গলবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিষ্কার আকাশের পাশাপাশি খুব মনোরম আবহাওয়া বিরাজ করছে কাঠমান্ডুতে। দলের সমস্ত খেলোয়াড়, কর্মকর্তা ও স্টাফ ভালো (শারীরিক) অবস্থায় রয়েছে।
আজ থেকেই রিকভারি সেশন শুরু করার কথা রয়েছে দলের খেলোয়াড়দের।
আরও পড়ুন: সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ: টাইব্রেকারে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মাঠে কোনো ভারী সেশন রাখা হয়নি। তবে, সুইমিং পুলে হালকা রিকভারি সেশন করবে খেলোয়াড়রা।
এবারের আসরে তিন দলের ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। আর চার দলের গ্রুপ ‘বি’তে রয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান ও স্বাগতিক নেপাল।
আগামী ২০ অক্টোবর সন্ধ্যা পৌনে ৬টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ২০২২ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এরপর ২৩ অক্টোবর একই সময়ে একই ভেন্যুতে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে সাবিনা খাতুনের দল।
বাংলাদেশ নারী দল:
রূপনা চাকমা, মাসুরা পারভীন, আফঈদা খন্দকার, সিউলি আজিম, শামসুন্নাহার, নিলুফা ইয়াসমিন নিলা, আইরিন খাতুন, কোহাতি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্দা (সহ-অধিনায়ক), স্বপ্না রানী, সুমাইয়া মাতসুসিমা, সানজিদা আক্তার, মুনকি আক্তার, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, সাবিনা খাতুন (অধিনায়ক), তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, কৃষ্ণা রানী সরকার, ইয়ারজান বেগম, মিলি আক্তার ও সাগরিকা।