বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল সাফ নারী চ্যাম্পিয়নশিপ-২০২২-এর এ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। তবে এই যাত্রায় প্রথমবারের মতো শক্ত প্রতিপক্ষ ভারতীয় জাতীয় নারী দলকে ৩-০ গোলের ব্যাবধানে পরাজিত করে।
মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে (রঙ্গশালা) ম্যাচে তাদের এই অর্জন একটি ইতিহাস তৈরি করেছে।
এদিন অসাধারণ জয়ের মধ্যদিয়ে বাংলাদেশ গ্রুপ-এ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা সুরক্ষিত করেছে। এই যাত্রায় টানা তিনটি গ্রুপের লড়াই থেকে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ দল। অপরদিকে ভারত দু’টি জয় এবং একটি পরাজয়ের মধ্যদিয়ে তিনটি ম্যাচ থেকে ছয় পয়েন্ট অর্জন করে ‘গ্রুপ-এ’-তে রানার্সআপ হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে সেমিফাইনালে গ্রুপ-বি’র রানার্সআপ ভুটানের মুখোমুখি হবে এবং একই ভেন্যুতে বাংলাদেশ সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে স্বাগতিক নেপাল ভারতের মুখোমুখি হবে।
আরও পড়ুন: ফিফা নারী ফুটবল: মালয়েশিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করল বাংলাদেশ
ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর।
এদিনের খেলার প্রথমার্ধে ২-০ গোলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে বাংলাদেশ।
সিরাজ জাহান স্বপ্না ও কৃষ্ণা রানী সরকার প্রথমার্ধে যথাক্রমে দু’টি গোল করেন। আর দ্বিতীয়ার্ধে স্বপ্না আরও একটি গোল করে ৩-০ ব্যাবধান তৈরি করেন।
সাবিনা ও কৃষ্ণার সম্মিলিত আক্রমণে গ্রাউন্ড শটে ১২ মিনিটের মাথায় প্রথম গোলটি করে (১-০) বাংলাদেশকে এগিয়ে দেন সিরাত জাহান স্বপ্না।
এরপর কৃষ্ণা রানী সরকার দশ মিনিটের মাথায় ছোট বক্স থেকে কৌণিক শটে স্বপ্নাকে পুঁজি করে (২-০)গোলের ব্যবধান তৈরি করেন।
সিরাজ জাহান স্বপ্না ৫৩তম মিনিটে একটি দুর্দান্ত প্লেসিং শটে (৩-০)গোলের ব্যবধান করে তার দ্বিতীয় গোলটির মধ্যদিয়ে। যা পুরো ম্যাচটির ভাগ্য নির্ধারণ করে ফেলে।
আরও পড়ুন: সাফ মহিলা চ্যাম্পিয়নস: পাকিস্তানকে ৬-০ গোলে হারাল বাংলাদেশ
বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ট্রফিকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী