নারী সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে হারিয়ে সমীকরণ মিলিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে নেপাল। এর ফলে সেমিতে এবারও দেখা হচ্ছে বাংলাদেশ ও ভুটানের।
নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের ম্যাচে দিনের শুরুতে মুখোমুখি হয় মালদ্বীপ ও ভুটান। ওই ম্যাচে ১৩-০ ব্যবধানের জয় তুলে নেয় ভুটান। এতে গ্রুপসেরা হতে অন্তত ৬ গোলের ব্যবধানে জয়ের প্রয়োজন ছিল নেপালের। দিনের পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কাকে ৬-০ ব্যবধানে হারিয়েই সমীকরণ মিলিয়েছে তারা।
আরও পড়ুন: ভারতকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আগামী রোববার মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার-আপ ভুটান ও ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। একই দিনে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে ভারত ও নেপাল।
সাফের গত আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন সাবিনা-ঋতুপর্ণারা।
এই টুর্নামেন্টের আগেও দুই ম্যাচে মুখোমুখি হয়েছিল ভুটান ও বাংলাদেশ। গত জুলাইয়ে অনুষ্ঠিত ওই দুই ম্যাচেও যথাক্রমে ৫-১ ও ৪-২ গোলে জিতেছিল পিটার বাটলারের দল।