ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জয়ের দিন দুঃসংবাদ শুনল বাংলাদেশ। এই ম্যাচে আঙুলে চোট পেয়ে বেশ কিছুদিনের জন্য ছিটকে গেছেন টাইগারদের বাঁহাতি ওপেনার সৌম্য সরকার।
ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হলেও টানা দুই ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ৭ রানে প্রথম টি-টোয়েন্টি জেতার পর বাংলাদেশ সময় বুধবার সকালে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ২৭ রানের জয় পেয়ে সিরিজ নিশ্চিত করে লিটন দাসের দল।
এদিন ১৩০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সপ্তম ওভারে তানজিম হাসানের বলে স্লিপে ক্যাচ দেন রভম্যান পাওয়েল। আগে নিকোলাস পুরানের ক্যাচ নিলেও পাওয়েলকে তালুবন্দি করতে ব্যর্থ হন সৌম্য। এ সময় আঙুলে বলের আঘাত লাগায় ব্যথায় লুটিয়ে পড়েন তিনি।
পরে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন এই ব্যাটার। তার কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় তাকে।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
এ বিষয়ে বিসিবির এক বিবৃতিতে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম জানান, সৌম্যর আঙুল কেটে যাওয়ায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া এক্স-রে করে দেখা গেছে, আঘাত পাওয়া জায়গায় হাড় স্থানচ্যুত হয়েছে। সুস্থ হতে তার তিন-চার সপ্তাহ লাগতে পারে।
এর ফলে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি তো বটেই, আসন্ন বিপিএলের শুরুর দিকের কিছু খেলাও মিস করবেন সৌম্য। ফলে আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে চলা বিপিএলের এবারের আসরের শুরুতে তাকে পাবে না রংপুর রাইডার্স।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দলে ছিলেন না সৌম্য। পরে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে রান না পেলেও শেষ ম্যাচ থেকে ছন্দে ফিরতে শুরু করেছেন এই ব্যাটার। তৃতীয় ম্যাচে ৭৩ বলে ৭৩ রান করেন তিনি। এরপর প্রথম টি-টোয়েন্টিতে ৩২ বলে ৪৩ রান করেন। আর দ্বিতীয় টি-টোয়েন্টিতে রানআউট হওয়ার আগে করেন ১১ বলে ১৮ রান।