দেশের দুটি ভিন্ন ভেন্যুতে দ্য ইন্ডিপেন্ডেন্স কাপ ফুটবল ২০২৩-এর নকআউট পর্বের কোয়ার্টার ফাইনাল রবিবার থেকে শুরু হচ্ছে।
এদিন বিকাল ৪টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম কোয়ার্টার ফাইনালে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশের মুখোমুখি হবে 'বি' গ্রুপের রানার্সআপ রহমতগঞ্জ এমএফএস।
আর একই দিন দুপুর ১টা ৪৫ মিনিটে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে 'এ' গ্রুপের রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড।
মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় কোয়ার্টার ফাইনালে 'সি' গ্রুপের চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডানের মুখোমুখি হবে 'ডি' গ্রুপের রানার্সআপ চট্টগ্রাম আবাহনী লিমিটেড।
আরও পড়ুন: স্বাধীনতা কাপ: শেখ রাসেলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী
এদিন বিকাল ৪টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে 'সি' গ্রুপের রানার্সআপ বাংলাদেশ আর্মি ফুটবল দলের মুখোমুখি হবে 'ডি' গ্রুপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
আগামী ১১ ডিসেম্বর ভুবনেশ্বরের কালিন্দী স্টেডিয়ামে ভারতীয় জায়ান্ট ওড়িশা এফসির বিপক্ষে বসুন্ধরা কিংসের গুরুত্বপূর্ণ এএফসি কাপ ফুটবল ম্যাচের পর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।
আগামী ১৫ ডিসেম্বর দুপুর ১টা ৪৫ মিনিটে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল এবং একই দিন বিকাল ৪টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ১৮ ডিসেম্বর দুপুর ১টা ৪৫ মিনিটে শুরু হবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব: বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ