৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করেই দুই মিনিটে দুটি গোল পরিশোধ করে দারুণভাবে ফেরার ইঙ্গিত দিয়েছিল দিনামো জাগরেব। তবে এরপরই বায়ার্ন মিউনিখের নিষ্ঠুর আক্রমণে তাদের সে আশা হারিয়ে গেল হতাশার অতলে।
জার্মানির আলিয়ান্স আরেনা স্টেডিয়ামে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে দুর্দান্ত বায়ার্নের কাছে ৯-২ ব্যবধানে হেরেছে ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগরেব।
এর ফলে লিগের পর এবার চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ সূচনা হয়েছে ভিনসেন্ট কোম্পানির হাত ধরে নতুন দিনের স্বপ্ন দেখা বাভারিয়ান ক্লাবটির।
ম্যাচে একাই চার গোল করেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। এছাড়া দুটি গোল করেন ক্রিস্টাল প্যালেস থেকে এই গ্রীষ্মে বায়ার্নে যোগ দেওয়া কেইনের জাতীয় দলের সতীর্থ মাইকেল অলিস। বাকি তিনটি গোল করেন রাফায়েল গেররেইরো, লেরয় জানে ও লেয়ন গোরেটস্কা।
অনদিকে, জাগরেবের হয়ে গোলদুটি করেন ক্রোয়াট ফরোয়ার্ড ব্রুনো পেতকোভিচ ও জাপানের ডিফেন্ডার তাকুইয়া ওগিওয়ারা।
আরও পড়ুন: রিয়াল মাদ্রিদের মাঠে লড়াই করেও হারল স্টুটগার্ট
বিশাল এই জয়ে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৯ গোল করার অনন্য কীর্তি গড়ল বায়ার্ন।
এছাড়া টুর্নামেন্টের ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ গোলও হয়েছে এই ম্যাচে। ২০১৬ সালের ২২ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে বরুশিয়া ডর্টমুন্ড। পোলিশ ক্লাব লেগিয়া ওয়ারশকে ৮-৪ ব্যবধানে হারানো তাদের ওই ম্যাচটিই এখন পর্যন্ত সর্বোচ্চ গোলের ম্যাচ।