রাজধানীতে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে জাতির পিতার স্মরণে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৩’ অনুষ্ঠিত হয়।
শুক্রবার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার থেকে ভোর সাড়ে ৫টায় শুরু হয়ে কাঞ্চন সেতুতে শেষ হওয়া পূর্ণ ও অর্ধেক ম্যারাথনসহ বিভিন্ন ক্যাটাগরিতে দেশ-বিদেশের মোট দুই হাজার ১৬৩ জন দৌড়বিদ অংশ নেন।
তাদের মধ্যে, ৮৩২ জন স্থানীয় দৌড়বিদ পূর্ণ ম্যারাথনে এবং এক হাজার ৫৫০ জন অর্ধেক ম্যারাথনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
পুরুষ বিভাগে পূর্ণ ম্যারাথনে কেনিয়ার স্ট্যানলি কিপ্রোটিচ বেট এবং মহিলা বিভাগে ইথিওপিয়ান বাসাকিং ইমোচি বিলো জিতেছেন।
অর্ধেক ম্যারাথনে মরক্কোর আব্দুল আজিজ বাঘাজি প্রথম এবং উগান্ডার রিসপা চেরোপ।
আরও পড়ুন:মাগুরায় শতবর্ষী ঘোড়দৌড় প্রতিযোগিতা