সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরে গভীর মেঘমালার সঞ্চালন ঘটছে বলে দেশের সমুদ্রবন্দরগুলোকে স্থানীয় ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ।
ঝড়ো হাওয়া চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে প্রভাবিত করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আরও পড়ুন: ঢাকাসহ অন্যান্য বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বিএমডি
এতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে নিম্নচাপ এলাকা এখন উত্তর ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আরও পড়ুন: সোমবার সকালে ‘মধ্যম’ মানে ঢাকার বাতাস
ঢাকার বাতাস রবিবার সকালে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’