আগাম বন্যার হাত থেকে চলনবিলের ফসল রক্ষায় নাটোরের সিংড়ায় আরও ৮টি হার্ভেস্টার মেশিন প্রদান করা হয়েছে।
এ নিয়ে মোট ১৪টি কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনে চলনবিলের সিংড়া অঞ্চলে চলছে বোরো ধান কাটার কাজ।
এর মাধ্যমে ঘণ্টায় ৩ বিঘা জমির ধান কেটে একই সাথে মাড়াই করে দ্রুত ঘরে তুলতে পারবে কৃষক।
শুক্রবার সকালে সিংড়া কোর্ট মাঠে ৫০ ভাগ ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন্ড হার্ভেস্টর মেশিনগুলো তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চলনবিলের সিংড়া উপজেলায় এবছর ৩৬ হাজার ৬৫০ হেক্টর জমি থেকে প্রায় আড়াই লাখ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। যার মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৩৩ ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।