ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থানে হঠাৎ ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ। রবিবার বিকালে আনুমানিক ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের শিলাবৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগের কর্মকর্তারা।
জানা গেছে, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল, হরিপুর, বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ উপজেলায় শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে গেছে। সবচেয়ে বেশি শিলাবৃষ্টি হয়েছে রাণীশংকৈল উপজেলায়।
আরও পড়ুন: শিলাবৃষ্টি: বোরো ফসল চোখে দেখার আগেই কৃষকের মাথায় হাত
রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বলেন, রবিবার বিকালে শিলাবৃষ্টিতে উপজেলার নেকমরদ বাজার, গন্ডগ্রাম, যদুয়ার, ভবানীপুর, চন্দনচহট, দুর্লভপুর, পারকুন্ডা, ফরিদপাড়া রাতোরসহ বিভিন্ন এলাকায় ঘর বাড়ি, ধান,ভূট্টা খেত, আম বাগানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সদর উপজেলার কয়েকটি স্থানেও শিলাবৃষ্টি হয়েছে, তবে কিছুটা কম।
সরেজমিনে দেখা গেছে, শিলাবৃষ্টিতে আক্রান্ত উপজেলাগুলোর বিভিন্ন সড়ক, বাড়িঘর, ফসলের মাঠসহ বিভিন্ন জায়গায় শিলা (বরফ খণ্ড) জমে থাকতে দেখা যায়। তাছাড়াও অনেকের ঘরের চালসহ টিনও ফুটা হয়ে গেছে।
রাণীশংকৈল এলাকার পথচারী লোকমান আলী বলেন, সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিল। বিকাল ৩টার পর থেকে আকাশ কালো হতে থাকে। সাড়ে ৩টার দিকে শিলাবৃষ্টি শুরু হয়। মুহূর্তের মধ্যে মানুষজন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।