দ্বিতীয় দিনের মতো শুক্রবার (১২ জানুয়ারি) দিল্লিতে শীতলতম রাত পার করেছে মানুষ। মেহরাউলি-গুরগাঁও রোডের আয়া নগরে এ রাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৩ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার (১৩ জানুয়ারি) এনডিটিভির খবরে এই তথ্য তুলে ধরা হয়েছে।
এ অবস্থায় দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে (এনসিআর) ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ।
গত রাতে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং দিল্লি-এনসিআর এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যায়।
আইএমডি জানিয়েছে, লোদি রোডে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৪ ডিগ্রি, সফদরজংয়ে ৩ দশমিক ৬ ডিগ্রি, রিজে ৩ দশমিক ৯ ডিগ্রি এবং পালামে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
দিল্লি ও দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়ার কারণে দিল্লিগামী ১৮টি ট্রেনের ১ থেকে ৬ ঘণ্টা দেরি হয়েছে।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: দিল্লির বাতাস বিপজ্জনক, ঘনিয়ে আসছে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, কুয়াশার মধ্যে কম দৃশ্যমানতার কারণে দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইটের দেরি হয়েছে।
আইএমডি জানিয়েছে, দিল্লির প্রধান আবহাওয়া কেন্দ্র সফদরজং অবজারভেটরিতে সকাল সাড়ে ৫টায় দৃশ্যমানতা ছিল ২০০ মিটার। আজ সকালে জাতীয় রাজধানীর বিভিন্ন এলাকায় কুয়াশার প্রভাব দেখা গেছে।
আবহাওয়া কর্তৃপক্ষ আগামী তিন দিনের জন্য জাতীয় রাজধানীতে সতর্কতা জারি করেছে। এতে শৈত্যপ্রবাহ হ্রাস পাওয়ার সম্ভাবনা কম বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এদিকে দৃশ্যমানতা কম থাকায় ভারতের গুয়াহাটিতে একটি ফ্লাইট অবতরণে ব্যর্থ হয়ে বিকাল ৪টায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছে এনডিটিভি।
আরও পড়ুন: বিষাক্ত ধোঁয়ায় ভরে গেছে নয়াদিল্লির বাতাস, স্কুল বন্ধ ঘোষণা