সাম্প্রতিক সহিংসতায় দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীকে সহযোগিতা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন স্থানে টহলের মাধ্যমে সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যদের সহযোগিতা করেছে র্যাব।
বার্তায় আরও বলা হয়, দেশের বিভিন্ন থানা, পুলিশ লাইন ও পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং থানাগুলো পুনরায় চালু করতে ভূমিকা রেখেছে র্যাব।
এছাড়া ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখা ও বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করে র্যাব।
আরও পড়ুন: তিন বাহিনীর সঙ্গে কাজ করছে বিজিবি-র্যাব-পুলিশ-আনসার