গণহত্যা ও ফ্যাসিবাদের অভিযোগে রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেট ও শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ করছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
শনিবার (১০ মে) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারী নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
বক্তারা বলেন, দল হিসেবে গণহত্যার দায় আওয়ামী লীগের। তাই দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে। এ দলটিকে নিষিদ্ধ না করা পর্যন্ত জনতা ঘরে ফিরে যাবে না।
আরও পড়ুন: শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
একই দাবিতে শরীয়তপুরের ডামুড্যা শাখা উপজেলার শহীদ মিনারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এর আগে, বিপ্লবী ছাত্র জনতা ঐক্যের ব্যানারে ডামুড্যার সিধলকুড়া বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে পৌঁছায়। এ সময় ‘নো মোর আওয়ামী লীগ, নো মোর হাসিনাসহ' বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
আরও পড়ুন: রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক
সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার সংগঠক ও মিডিয়া সেল সম্পাদক মাহাবুব আলম জয়, জেলা সংগঠক সাদ আল সাইফি, জেলা যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেনসহ অনেকে বক্তব্য দেন।