পর্তুগালের সেক্রেটারি অব স্টেট ফ্রান্সিসকো আন্দ্রে জানান, পর্তুগাল আগামী বছর ঢাকায় কনসুল্যার মিশন খুলতে পারে।
তিনি জানান, পর্তুগাল সরকার আগামী বছরের মধ্যে ঢাকায় একটি কনস্যুলার মিশন খোলার প্রক্রিয়া হাতে নিয়েছে। এতে করে বাংলাদেশিদের পর্তুগাল ভ্রমণ সহজ হবে।
শনিবার সুইডেনের স্টকহোমে দ্বিতীয় ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামের সাইডলাইনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককালে এসব তথ্য জানান ফ্রান্সিসকো আন্দ্রে।
এসময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ পর্তুগালের এ উদ্যোগকে স্বাগত জানান।
ফ্রান্সিসকো আন্দ্রে পর্তুগালে ক্রমবর্ধমান বাংলাদেশিদের উদ্যোক্তা হিসেবে কর্মকাণ্ড এবং পরিশ্রমী মনোভাবের প্রশংসা করেন।
তিনি আরও বলেন, পর্তুগিজ সমাজের সঙ্গে মিলেমিশে তারা (প্রবাসী বাংলাদেশিরা) অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখছে।