রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের বাথরুম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
রবিবার সকালে ঢাবির ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইশরাত জাহান তুষ্টির (২১) মৃতদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: মাগুরায় যুবকের খণ্ডিত লাশ উদ্ধার
নিহতের বন্ধু তাপসী জানান, বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাত শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী তুষ্টি লকডাউনের পর থেকেই আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে অন্যান্য ছাত্রীদের সাথে সাবলেট হিসেবে বসবাস করছিলেন।
পলাশী ফায়ার সার্ভিস ব্যারাকের স্টেশন অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, ‘বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ পেয়ে তুষ্টির এক রুমমেট ৯৯৯-এ কল করে ঘটনাটি জানায়। পরবর্তীতে কোয়ার্টারের ১৯ নাম্বার ভবনের নিচতলার একটি বাসা থেকে সকাল সাড়ে ৭টায় বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়।’
আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু (unb.com.bd)
সাইফুল ইসলাম জানান, উদ্ধারের পর তুষ্টিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর কারণ নিশ্চিত না হলেও, ধারণা করা হচ্ছে কোনও শারীরিক অসুস্থতার কারণে বাথরুমে পড়ে গিয়ে মৃত্যু হয় এই শিক্ষার্থীর।
তিনি আরও জানান, নিহত এই ঢাবি শিক্ষার্থীর ঠান্ডাজনিত সমস্যা ছিল।