বুধবার বিকালে জরুরি নোটিশ জারির মাধ্যমে আইআইইউসি কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেন এবং রাত ৯টার মধ্যে আবাসিক ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাসেম পিএসসি বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শিক্ষকদের নাজেহাল, হুমকি ও নিরীহ ছাত্রদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সকাল থেকে সীতাকুণ্ডের কুমিরাস্থ বিশ্ববিদ্যলয়ের ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ ছাত্রছাত্রী ও শিক্ষক কর্মচারীরা। পরে তারা কর্তৃপক্ষকে স্বারকলিপি দেয়।
জানা গেছে, ছাত্রলীগের বিরুদ্ধে শিক্ষকদের মারধর, হুমকি, নাজেহাল, ইইই ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে গালাগালি ও হুমকি সর্বোপরি মঙ্গলবার একজন ছাত্রকে শিবির আখ্যা দিয়ে হামলাসহ বিভিন্ন অভিযোগের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।