নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক সম্মেলন-২০২৫ এ অংশ নিতে নেপালের পথে রয়েছেন বাংলাদেশের দুই সাংবাদিক— রফিকুল ইসলাম আজাদ ও মো. আবদুর রহমান।
আগামী ১৩ ও ১৪ জুন (শুক্রবার ও শনিবার) কাঠমাণ্ডুতে এ দুইদিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটিতে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী সদস্য এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ এবং সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল মো. আবদুর রহমান।
সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল কমিটি এবং নেপালের সাংবাদিক সংগঠন ন্যাশনাল ফোরাম ফর নিউয়ার জার্নালিস্ট।
আয়োজকরা জানান, সম্মেলনের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে ১০০ জনের বেশি সাংবাদিক এতে অংশ নেবেন।
সম্মেলনে মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতার চ্যালেঞ্জ, সুযোগ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে বলেও জানান তারা।
উল্লেখ্য, সার্ক জার্নালিস্ট ফোরাম দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মেলন আয়োজন করে থাকে। গত দুই বছরে তারা দশটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।
সর্বশেষ ভারতের রাজস্থানে অনুষ্ঠিত সম্মেলনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন রফিকুল ইসলাম আজাদ, যিনি সে সময় বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিনিধিদের নেতৃত্ব দেন।