ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় সোমবার বুয়েট ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আটকরা হলেন- বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার, ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম, রবিন, মুন্না, তানভির আরেফিন, অমিত সাহা ও আল জামি।
কৃষ্ণপদ রায় বলেন, ‘সিটিটিভি ফুটেজ পরীক্ষা এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা শেষে আমরা এ হত্যায় নয়জনের সম্পৃক্ততা পেয়েছি।’
আটক নয়জনের মধ্যে এখন ছয়জন ডিবির এবং বাকি তিনজন চকবাজার ও শাহবাগ পুলিশের হেফাজতে আছেন।
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) রবিবার রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলে মৃত অবস্থায় পাওয়া যায়।