সাভারের আমিনবাজারের ৪০০/২৩০ কেভি সাবস্টেশন পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সোয়া ৯টার সময় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। সম্পূর্ণ নির্বাপনে কাজ করছে দমকল কর্মীরা।
এর আগে আজ সকাল সোয়া ৭টার দিকে গ্রিডে আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিনে আগুন, দেড় ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. সালেহ উদ্দিন ব্রিফিংয়ে বলেন, আমিনবাজরের পাওয়ার গ্রিডে আগুনটি তেল সংশ্লিষ্ট হওয়ায় নির্বাপন ক্রিটিক্যাল পদ্ধতিতে করতে হয়। সেকারণে আমাদের ইউনিটগুলো একটু বেশি লেগেছে। প্রথমে আগুন লাগা ট্রান্সফরমার শনাক্তের চেষ্টা করা হয়। আমরা একটি ট্রান্সফরমারে আগুন শনাক্ত করেছি। আশেপাশে কোথাও আগুন ছড়াতে পারেনি।
তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ এখনো জানা যায়নি। প্রযুক্তিগত বিষয় থাকায় আগুন নির্বাপনের পর গঠিত তদন্ত কমিটি বিস্তারিত বলতে পারবে। নাশকতার কিছু পাইনি, তবে তদন্ত কমিটিই এটি বলতে পারবেন।
আরেক প্রশ্নে তিনি বলেন, আগুনে কোনো হতাহত নেই। আগুন শুধু একটি ট্রান্সফরমারে লেগেছে। ব্যাকআপ ট্রান্সফরমার থাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন হচ্ছে না।
কল্যাণপুর, সাভার, মিরপুর, চামড়াশিল্প, কুর্মিটোলা, সিদ্দিক বাজারসহ বিভিন্ন স্টেশন থেকে মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান এই কর্মকর্তা।