সিলেটের জালালাবাদের আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আর্মি আইবিএ)-এর ব্যাচেলরস ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামের জন্য আবেদনের সময়সীমা ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সেনাবাহিনী।
বিনা খরচে আবেদন করে সংক্ষিপ্ত তালিকাভুক্ত শিক্ষার্থীরা প্রয়োজনীয় পরীক্ষার ফি দিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
আইবিএ ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক পর্বে পাঁচ হাজার শিক্ষার্থীকে আবেদনের সুযোগ দেয়া হয়েছিল। তবে ভর্তিচ্ছুদের আগ্রহের কথা বিবেচনা করে আরও তিন হাজার শিক্ষার্থীকে ১৫ জুন পর্যন্ত আবেদনের সুযোগ দেয়া হয়েছে।
এই চার বছরের প্রোগ্রামে আবেদনকারীদের অবশ্যই এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আর্মি আইবিএর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এজাজুর রহমান চৌধুরী বলেন, ভর্তি প্রার্থীদের সুবিধার কথা বিবেচনা করে অনলাইনে আবেদনের সুযোগ বাড়ানো হয়েছে।
আবেদনকারীদের মধ্যে লিখিত ও মৌখিক ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিতদের পরবর্তী ধাপ সম্পর্কে অবহিত করা হবে বলে জানান তিনি।
এই আবেদনটি সরাসরি করা যাবে https://joinarmyiba.com/instantapply-এ।
আরও পড়ুন: সব বিভাগের শিক্ষার্থীদের আর্মি আইবিএ-তে পড়ার সুযোগ