বিশ্বে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত হিসেবে পরিচিত বিশ্ব ইজতেমা টঙ্গীর তুরাগ তীরে আগামী ২ থেকে ৪ ফেব্রুয়ারি এবং ৯ থেকে ১১ ফেব্রুয়ারি দুই ধাপে অনুষ্ঠিত হবে।
বৃহৎ এই জমায়েতকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) যৌথভাবে ট্রাফিক ও গাড়ি পার্কিং ব্যবস্থাপনার নির্দেশনা জারি করেছে।
উভয় পর্যায়ে তিন দিনের প্রতিটি পদক্ষেপের জন্য এই ব্যবস্থা কার্যকর হবে।
বুধবার (৩১ জানুয়ারি) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে যানজটে শৃঙ্খলা বজায় রাখা, যানজট এড়ানো ও মুসল্লিদের চলাচল নির্বিঘ্নে করতে সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
আরও পড়ুন: বিশ্ব ইজতেমা: রবিবার সকালে আবদুল্লাহপুর-ভোগড়া-কামারপাড়ায় যান চলাচল বন্ধ থাকবে
পার্কিং নির্দেশাবলী
খিলক্ষেত-আব্দুল্লাহপরপর-ধউর সেতু থেকে সড়ক ও আশপাশের এলাকায় নো-পার্কিং জোন ঘোষণা করা হয়।
নির্দিষ্ট পার্কিং এলাকা
ইজতেমায় মুসল্লিদের অংশগ্রহণের জন্য গাড়ি পার্কিংয়ের সুবিধার কিছু জায়গা নির্ধারণ করে দিয়েছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পার্কিং: ৩০০ ফুট সড়ক সংলগ্ন স্বদেশ সম্পত্তির খালি জায়গা।
ডিএমপি এলাকার অভ্যন্তরে বিভাগীয় পার্কিং:
ঢাকা ও চট্টগ্রাম বিভাগ পার্কিং: ১৫ নম্বর সেক্টরের কদম আলী মার্কেট, ৫ নম্বর সেক্টরের কদম আলী মার্কেট এবং ১৭ নম্বর সেক্টরের উলুদহ মাঠ।
সিলেট ও খুলনা বিভাগের পার্কিং: উত্তরা ১৫ নম্বর সেক্টরের লেকপাড় মাঠ।
রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগ: ১০ ও ১১ নম্বর ব্রিজের পশ্চিম পাশ, ১৬ নম্র সেক্টর ও বউবাজার মাঠের অভ্যন্তরে।
আরও পড়ুন: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হবে আজ
জিএমপি এলাকার অভ্যন্তরে বিভাগীয় পার্কিং:
ময়মনসিংহ ডিভিশন পার্কিং: চান্দনা উচ্চ বিদ্যালয়, চৌরাস্তা, গাজীপুর।
উত্তরবঙ্গ ও টাঙ্গাইল থেকে আসা গাড়িগুলো ভাওয়াল বদরে আলম কলেজ ও পূবাইল বিশ্ববিদ্যালয় কলেজে পার্কিং করবে।
সরকারি যানবাহনঃ টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) ও টঙ্গী সরকারি কলেজ মাঠ।
পার্কিং করা যানবাহনের চালক ও হেলপারদের অবশ্যই তাদের গাড়ির সঙ্গে থাকতে হবে। মুসল্লি ও চালক একে অপরের মোবাইল নম্বর রেখে দেবেন, যাতে যেকোনো জরুরি পরিস্থিতিতে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। চালকের মোবাইল নম্বর অবশ্যই গাড়ির সামনে দৃশ্যমান হতে হবে।
আরও পড়ুন: আগামী বছর ২ ও ৯ ফেব্রুয়ারি দুই ধাপে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা
ডাইভারশন পয়েন্ট (শুধু সমাপনী মোনাজাতের দিন ৪ ও ১১ ফেব্রুয়ারি)
ধউর ব্রিজ, ১৮ নম্বর সেক্টর পঞ্চবটি ক্রসিং, পদ্মা লুপ, ১২ নম্বর সেক্টর খালপাড়, মহাখালী ক্রসিং, হোটেল রেডিসন ব্লু ক্রসিং, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক (বিশ্ব রোড নিকুঞ্জ-১ কাচ্চি গেইট), কুড়াতলী ফ্লাইওভার লুপ-২, মহাখালী ফ্লাইওভার পশ্চিম পাশে, মিরপুর দিয়াবাড়ি বাসস্ট্যান্ড ক্রসিং, আশুলিয়া বাজার ক্রসিং।
ইজতেমার শুরুর দিন থেকে মান্নু গেট থেকে কামারপাড়া সড়ক উভয় পর্বের জন্য বন্ধ থাকবে।
ভোগড়া বাইপাস থেকে আব্দুল্লাহপুর থেকে দ্বিমুখী এবং মীরের বাজার থেকে স্টেশন রোড পর্যন্ত দ্বিমুখী সড়কে ৩ ফেব্রুয়ারি রাত ১০টা থেকে ৪ ফেব্রুয়ারি দুপুর ২টা এবং ১০ ফেব্রুয়ারি রাত ১০টা থেকে ১১ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী ভিভিআইপি/ভিআইপি/বিদেশি মুসল্লিদের বহনকারী যানবাহনগুলোকে বিএনএস টাওয়ার থেকে টঙ্গী ফ্লাইওভার ব্যবহার করে স্টেশন রোডে নেমে মান্নু গেইট, কামারপাড়া সড়ক হয়ে চলাচল করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
সমাপনী মোনাজাতের দিন ভোর ৪টা থেকে আব্দুল্লাহপুর, ধউর ব্রিজ মোড় পরিহার করে মহাখালী, বিজয় সরণী-গাবাতলী হয়ে সব ধরনের বাস, কাভার্ডভ্যানসহ সকল ভারী যানবাহন চলাচল করবে।
আরও পড়ুন: তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি
মোনাজাতের দিন ট্রাফিক উত্তরা বিভাগের ব্যবস্থাপনায় পদ্মা লুপ ও কুড়াতলী লুপ-২ থেকে বিমানবন্দর পর্যন্ত বিদেশগামী পরিবহন সেবা প্রদান করা হবে।
মোনাজাতের দিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা/বিমানবন্দর বহির্গমন না করার জন্যও অনুরোধ করা হলো।
ট্র্যাফিক ম্যানেজমেন্ট সম্পর্কিত যে কোনও সহযোগিতার জন্য যাত্রীদের নীচের নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ: উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর)- ০১৩২০-০৪৩৯৪০, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর)- ০১৩২০-০৪৩৯৪১, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর-পূর্ব জোন)- ০১৩২০-০৪৩৯৫২, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-নর্থ ওয়েস্ট জোন)- ০১৩২০-০৪৩৯৫৫, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-এয়ারপোর্ট জোন)- ০১৩২০-০৪৩৯৫৮, পুলিশ পরিদর্শক (প্রশাসন)- ০১৩২০-০৪৩৯৭৩, টিআই (আব্দুল্লাহপুর)- ০১৩২০-০৪৩৯৬৮, টিআই (কামার পাড়া)- ০১৩২০-০৪৩৯৭১, টিআই (কামার পাড়া)- ০১৩২০-০৪৩৯৭১, টিআই (ধউর ব্রিজ)- ০১৩২০-০৪৩৯৭০, টিআই (এয়ারপোর্ট)- ০১৩২০-০৪৩৯৬২, ট্রাফিক কন্ট্রোল রুম- ০১৭১১-০০০৯৯০।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)- ০১৩২০-০৭০৯৯১, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর)- ০১৩২০-০৭১০০৪, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ)- ০১৩২০-০৭১২৭৭, পুলিশ পরিদর্শক (নগর ও ট্রাফিক) (স্টেশন রোড)-০১৩২০-০৭১২৯১, ইজতেমা কন্ট্রোল রুম (হটলাইন)- ০১৩২০-০৭২৯৯৯, কন্ট্রোল রুম, জিএমপি-০১৩২০-০৭২৯৯৮, ট্রাফিক কন্ট্রোল রুম- ০১৩২০-০৭১২৯৮।