অনেক ধুমধাম ও উৎসবের মধ্যদিয়ে দেশের প্রাচীনতম পেশাজীবী সংগঠন ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৩-২০২৪ মেয়াদের কমিটি নির্বাচনে ভোট সম্পন্ন হয়েছে।
আইইবি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজিজুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভাপতি পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, বুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর প্রকৌশলী অধ্যাপক এসএম নজরুল ইসলাম ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী।
আরও পড়ুন: তিতাস গ্যাসের ৪ প্রকৌশলী গ্রেপ্তারে আইইবির নিন্দা
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত।
আইইবি কেন্দ্রীয় কার্যালয়ে ১৮টি কেন্দ্র, ৩৩টি উপকেন্দ্র, ১৩টি আন্তর্জাতিক শাখার মোট ১৭ হাজার ৬০১ জন ভোটার তাদের ভোট দিয়েছেন।
আরও পড়ুন: প্রকল্পের নকশা ও বাস্তবায়নে ডিসিদের প্রস্তাবের বিরুদ্ধে আইইবি'র প্রতিবাদ